BREAKING: বড় খবর! জিতে গেলো DA আন্দোলনকারীরা

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে নিজেদের প্রাপ্য বকেয়া ভাতা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারি কর্মীরা। এবার মিছিল করতে চেয়ে সরকারের সঙ্গে সংঘাত হয় আন্দোলনকারীদের। সেই মামলা উঠেছে আদালতে। এই নিয়ে এলো রায়।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamatada

নিজস্ব সংবাদদাতা: বকেয়া মহার্ঘ্য ভাতার (DA) দাবিতে আন্দোলনকারীদের মিছিল করার অনুমতি দিলো হাইকোর্ট (High Court)। কোঅর্ডিনেশন কমিটির আবেদনে সাড়া দিলো হাইকোর্ট। ৪ মে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা (Rajasekhar Mantha)। দুপুর ২.৩০টা-বিকেল ৪.৩০টের মধ্যে করতে হবে মিছিল। মিছিলের রুট (Route) ঠিক করে দিলো আদালত। হাওড়া ফেরিঘাট, বঙ্কিম সেতু, মহাত্মা গান্ধী রোড হয়ে মিছিল শেষ করতে হবে হাওড়া ময়দানে।

ad.jpg