ধেয়ে আসছে তুমুল ঝড়বৃষ্টি, সঙ্গী বজ্রবিদ্যুৎ, ভুলেও বাইরে যাবেন না

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত এমনই ঝড়বৃষ্টিতে ঠান্ডা থাকবে আবহাওয়া। আগামী ৪ তারিখ পর্যন্ত দুই বঙ্গেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।

author-image
SWETA MITRA
New Update
weather.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আপনিও কি বাড়ির বাইরে আছেন? তাহলে দ্রুত বাড়িতে ঢুকে পড়ুন। কারণ আর কয়েক ঘণ্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি (Rainfall) নামতে চলেছে পশ্চিমবঙ্গের বহু জেলায়। আর এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ বুধবার হাওয়া অফিস জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে কলকাতা, হাওড়া, হুগলী, দুই ২৪ পরগনা, বীরভূম, বাঁকুড়া , পুরুলিয়া মুর্শিদাবাদ, নদিয়া সহ একাধিক স্থানে। এছাড়া মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং সহ একাধিক জায়গায়। সঙ্গে দোসর হবে শিলাবৃষ্টি।