নিজস্ব সংবাদদাতাঃ সুদানের রাজধানী খার্তুমে বৃহস্পতিবার ফের ভয়াবহ বিমান হামলা চলে। এই হামলার জেরে ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। খার্তুমের বাসিন্দারা বেঁচে থাকার জন্য ক্রমাগত লড়াই করে চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সকে (আরএসএফ) লক্ষ্য করে সেনাবাহিনী বিমান হামলা চালিয়েছে। লাগাতার এই হামলার জেরে সুদানে তৈরী হয়েছে খাদ্য সংকট। ইতিমধ্যেই সুদানে পাশে দাঁড়িয়েছে জাতিসংঘ।