ঠান্ডা থাকতে ডাব-শরবত! গরমে গাড়িও চলছে কম

সকালে মানুষজন কাজ সেরে নিচ্ছে। গরম থেকে বাঁচতে ঠান্ডা পানীয়,ডাব,শরবত,জুস খাচ্ছে। কয়েকটি স্কুলের পড়ুয়া মুখ্যমন্ত্রীর ছুটির ঘোষনা জানতে না পারায় স্কুলে এসে ফিরে গিয়েছে। যত বেলা গড়াচ্ছে বাড়ছে অস্বস্তি।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
SUMMER IN WEST MEDINIPUR

পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : লু বইছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবংয়ে। খড়গপুর-কলকাতা ১৬ নং জাতীয় সড়কে যেখানে হাজার হাজার গাড়ি যাতায়াত করে সেখানে হাতে গোনা কয়েকটি গাড়ি চলছে। ডেবরা এবং সবংয়ে এই মুহুর্তের তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি। সকালে মানুষজন কাজ সেরে নিচ্ছে। গরম থেকে বাঁচতে ঠান্ডা পানীয়,ডাব,শরবত,জুস খাচ্ছে। কয়েকটি স্কুলের পড়ুয়া মুখ্যমন্ত্রীর ছুটির ঘোষনা জানতে না পারায় স্কুলে এসে ফিরে গিয়েছে। যত বেলা গড়াচ্ছে বাড়ছে অস্বস্তি।