নিজস্ব সংবাদদাতাঃ তীব্র তাপপ্রবাহ (Heatwave) নিয়ে ফের একবার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১১ ও ১২ মে-তেও দক্ষিণবঙ্গের বহু জায়গায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মালদা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগনা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কলকাতা, পূর্ব মেদিনীপুরে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে আইএমডি-র তরফেও জানানো হয়েছে যে আগামী ১২ মে বাংলা ও বিহারে তীব্র তাপপ্রবাহ বইবে। এহেন অবস্থায় এই তাপপ্রবাহ থেকে বাঁচতে হালকা রঙের জামা পড়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেইসঙ্গে রাস্তায় যদি বেরোন তাহলে অবশ্যই টুপি, ছাতা, জল, ওআরএস সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।