শুভেন্দুর কনভয় কাণ্ড : রাজ্যের রিপোর্ট তলব আদালতের

চণ্ডীপুরে সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় মৃত্যু বলে উঠেছে দাবি। নিহতের পরিবারের সিআইডি তদন্তের দাবিতে দ্বারস্থ হয় আদালতের।

author-image
Pallabi Sanyal
New Update
suvendu hc

শুভেন্দু অধিকারী-হাইকোর্ট

নিজস্ব সংবাদদতা : শুভেন্দু অধিকারীর কনভয় কাণ্ড নিয়ে এবার রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। সিআইডির কাছে কেস ডায়েরি তলব করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। ভিআইপিদের নিরাপত্তার ক্ষেত্রে রাজ্যের তরফে কী কী আয়োজন করা হয় তা আগামী বুধবারের মধ্যে জানতে চাওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার। বৃহস্পতিবার বিচারপতি মৌখিক নির্দেশে জানিয়েছেন, পরবর্তী নির্দেশের আগে কনভয় কাণ্ড নিয়ে করা যাবে না জিজ্ঞাসাবাদ।  

প্রসঙ্গত, চণ্ডীপুরে সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় মৃত্যু বলে উঠেছে দাবি। নিহতের পরিবারের সিআিডি তদন্তের দাবিতে দ্বারস্থ হয় আদালতের।  এদিকে, শুভেন্দু ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হন।