DA : আন্দোলনের আড়াই ঘন্টা! চরমে দুর্ভোগ

ডিএ-র দাবিতে ক্রমে ছড়াচ্ছে উত্তাপ। হাজরা মোড় দিয়ে যাওয়ার সময় এএনএম নিউজের প্রতিনিধির চোখে পড়েছে মানুষের অসহয়তার ছবি।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
TRAFFIC.

ডিএ মিছিল

নিজস্ব সংবাদদাতা : একদিকে ডিএ আন্দোলনকারীদের মহা মিছিল, অন্যদিকে প্রতিবাদ সভা, জোড়া কর্মসূচিতে অবরুদ্ধ হাজরা মোড়ে। মিছিল শুরু হওয়ার পর কেটে গিয়েছে দু ঘন্টারও বেশি সময়। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ডিএ-র দাবিতে ক্রমে ছড়াচ্ছে উত্তাপ। হাজরা মোড় দিয়ে যাওয়ার সময় এএনএম নিউজের প্রতিনিধির চোখে ধরা পড়েছে মানুষের অসহয়তার ছবি। শহরের গুরুত্বপূর্ণ একটি মোড় হল এই হাজরা মোড়। মানুষ ও গাড়ি-দুইয়ের সংখ্যাই বেশি থাকে এই এলাকায়। রয়েছে মেট্রো স্টেশনও। এক কথায় বলতে গেলে ওলোট পালোট গোটা শহর। সপ্তাহান্তে সরকারি কর্মীদের ছুটি থাকলেও বেসরকারি সংস্থার কর্মীদের রাস্তায় বেরতে হয়েছে। আর গুরুত্বপূর্ণ এলাকায় এরকম বড় একটা কর্মসূচি থাকায় বদলেছে রুট। ঘুর পথে যাচ্ছে গাড়ি। ব্যাপক যানজটে অসহায় মানুষ। জায়গায় জায়গায় দাঁড়িয়ে পড়েছে বাস, থেমেছে বাইক-ট্যাক্সির চাকাও। জরুরি কাজে বেরিয়েছিলেন যারা, দুর্ভোগ চরমে উঠেছে তাদের।