গুড়াপ ধর্ষণ ও খুনের ঘটনায় রেকর্ড, ৫৪ দিনে মিলল বিচার

গুড়াপে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার বিচারে রেকর্ড। ৫৪ দিনের মাথায় বিচার পেলেন নির্যাতিতা। চুঁচুড়ার পকসো আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল।

author-image
Jaita Chowdhury
New Update
Harassment

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: গুড়াপে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার বিচারে রেকর্ড। ৫৪ দিনের মাথায় বিচার পেলেন নির্যাতিতা। চুঁচুড়ার পকসো আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল। জন্মদিনের দিনই সাজা ঘোষণা!  সূত্রের খবর, ২৭ জন সাক্ষীর সাক্ষ্যদানের ভিত্তিতে বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত।

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর নাবালিকাকে ধর্ষণ ও খুন করেন এক প্রতিবেশী। ঘটনার পরই তাকে গ্রেফতার করে স্থানীয় এলাকার পুলিশ। চলতি মাসের ১৭ জানুযারি নাবালিকার জন্মদিনের দিনই সাজা ঘোষণা। ঘটনায় ১৩ দিনে চার্জশিট দেওয়া হয়েছিল। নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় রেকর্ড করে ৫৪ দিনে বিচার দিল হুগলি পুলিশ। এর আগে জয়নগর মামলায় ৬২ দিনে ও ফারাক্কা মামলায় ৫৯ দিনে নির্যাতিতা বিচার পায়।