চৈত্র সংক্রান্তির দিন বেলুড় মঠে গেলেন রাজ্যপাল

চৈত্র সংক্রান্তির সকালেই বেলুড় মঠে হাজির হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলসি ভরে গঙ্গাজল তুলে দিলেন কোচির রামকৃষ্ণ মিশনের মহারাজদের হাতে। রাজ্যপালকে ধন্যবাদ জানালেন মহারাজরা।

author-image
New Update
cv

নিজস্ব সংবাদদাতা: চৈত্র সংক্রান্তির সকালেই বেলুড় মঠে( Belur Math) হাজির হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। কলসি ভরে গঙ্গাজল তুলে দিলেন কোচির রামকৃষ্ণ মিশনের মহারাজদের হাতে। রাজ্যপালকে ধন্যবাদ জানালেন  মহারাজরা। জানা গিয়েছে, কেরালার কোচির রামকৃষ্ণ মিশনের ৭৫ বছর পূর্তি ও রামকৃষ্ণ মিশন আন্তর্জাতিক আন্দোলনের ১২৫ তম বর্ষ এবছর। সেই উপলক্ষে অনুষ্ঠান হবে। রাজ্যপালের  সঙ্গে ছিলেন কোচির রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ভুবনআত্মা নন্দ মহারাজ।