নিজস্ব সংবাদদাতা: কালিয়াগঞ্জ নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবার কালিয়াগঞ্জের নাবালিকাকে ধর্ষণ এবং বিজেপি নেতার রহস্যজনক মৃত্যু নিয়ে সরব হলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি ইতিমধ্যেই কালিয়াগঞ্জের এই দুই ঘটনা নিয়ে রাজ্যপালকে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে তাদের পরিবার সঠিক ন্যায়বিচার পায়।