পদোন্নতি! সরকারি কর্মীদের জন্য সুখবর

সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা নবান্ন তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

author-image
Pallabi Sanyal
New Update
্

নিজস্ব সংবাদদাতা : সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা নবান্ন তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ডিএ আন্দোলনের জেরে সরকারি কর্মীদের সঙ্গে সরকারের অবস্থান স্পষ্ট। এর মাঝেও সরকারি কর্মীদের পদোন্নতির কথা শোনালেন মুখ্যমন্ত্রী। সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট এবং রিজিওনাল অফিস সংক্রান্ত সমস্ত পদোন্নতি আগামী তিন মাসের মধ্যে শেষ করতে হবে বলে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নির্দেশ দিয়েছেন তিনি। জানা যাচ্ছে, এবার থেকে ১৬ এবং ২৫ বছরের পরিবর্তে চাকরি জীবনের ১৫ এবং ২৪ বছরেই 'হায়ার স্কেল' সংক্রান্ত সুবিধা পাবেন সরকারি কর্মীরা। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম (WBHS)-এর ক্ষেত্রে যেখানে ক্যাসলেস সুবিধা পাওয়া যায় দেড় লাখ টাকা পর্যন্ত তা বাড়িয়ে দেড় থেকে দুই লাখ পর্যন্ত করা হয়েছে।