নিজস্ব সংবাদদাতা: আগের চেয়ে স্থিতিশীল অবস্থায় রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ভেন্টিলেশন থেকে তাঁকে বের করার পর এখন সম্পূর্ণ সচেতন রয়েছেন তিনি। সংক্রমণ এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। ৫-৬ ঘন্টা বাইপ্যাপ চালিয়ে কিছুক্ষণ বিশ্রাম দিয়ে ফের চালানো হবে, সিদ্ধান্ত চিকিৎসকদের। তবে এখনও রাইলস টিউব দিয়ে তরল খাবার খাওয়াতে হচ্ছে তাঁকে। যদিও তাতে আপত্তি রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সব ঠিক থাকলে হাসপাতাল থেকে বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।