নিজস্ব সংবাদদাতা: বুদ্ধদেব ভট্টাচার্যর অবস্থার উন্নতি, সংক্রমণ এসেছে নিয়ন্ত্রণে। যথেষ্ট ইতিবাচক তাঁর ক্রিয়েটিনিন রিপোর্ট। বুকে জল জমার পরিস্থিতিও নেই। ফুসফুসে নতুন করে সংক্রমণ আর বাড়ছে না। সিটি স্ক্যান রিপোর্ট সন্তোষজনক বলছেন চিকিৎসকরা। আর জ্বর আসেনি। এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আজ বিকেলের মধ্যেই ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করে আনার প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া সফল হলে বাইপ্যাপ যন্ত্র যুক্ত রাখা হবে। রিপোর্টে পরিস্থিতি অনুকূল দেখেই হাসপাতাল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।