উদ্ধার কোটি কোটি টাকার সোনা

চেন্নাই বিমান বন্দর থেকে উদ্ধার হল ১৪.৪৩ কোটি টাকা মূল্যের সোনা । ইতিমধ্যেই ২জনকে গ্রেফতার করেছে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের (ডিআরআই) কর্মকর্তারা ।

author-image
New Update
gold airport

নিজস্ব সংবাদদাতাঃ চেন্নাই বিমানবন্দর থেকে ফের উদ্ধার হল কোটি কোটি টাকার সোনা।  দুটি পৃথক অভিযানে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের (ডিআরআই) কর্মকর্তারা চেন্নাই বিমানবন্দর দিয়ে ভারতে পাচার হওয়া ১৪.৪৩ কোটি টাকা মূল্যের ২৩.৩৪ কেজি বিদেশী সোনা জব্দ করেছেন।  ইতিমধ্যেই এই ঘটনায় ২জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তারা কেন এই চোরাচালন করেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।  এই ঘটনার জেরে  শুরু হয়েছে তদন্ত।    উল্লেখ্য , এরআগে গত ৮ই মে দুবাই থেকে কলম্বো হয়ে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণে বিদেশি চোরাচালান করা সোনা উদ্ধার হয়েছিল।  তবে , লাগাতার বিমানবন্দর থেকে সোনা উদ্ধারের হওয়ায় বেশ চিন্তায় পড়তে হচ্ছে প্রশাসনকে।