সোনা পাচার মামলা: গ্রেফতার আরও ২

মহারাষ্ট্রের কালবাদেবীতে সোনা পাচার মামলায় আরও সাফল্য পেল ডিআরই এর আধিকারিকরা। ২৩ কোটি টাকার ৩৭ কেজি সোনা চোরাচালানের মামলার তদন্তে আরও ২ জনকে গ্রেফতার করেছে ডিরেক্টরেট রেভিনিউ ইন্টেলিজেন্সের দল।

author-image
Aniket
New Update
gold

 

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের কালবাদেবীতে সোনা পাচার মামলায় আরও সাফল্য পেল ডিআরই এর আধিকারিকরা। ২৩ কোটি টাকার ৩৭ কেজি সোনা চোরাচালানের মামলার তদন্তে আরও ২ জনকে গ্রেফতার করেছে ডিরেক্টরেট রেভিনিউ ইন্টেলিজেন্সের দল। ধৃতদের নাম  সুরজ ভোঁসলে এবং তার বাবা ধর্মরাজ ভোঁসলে। কালবাদেবীর জাভেরি বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এর আগে, ডিআরআই আধিকারিকরা প্রশান্ত মাইনকারকে গ্রেপ্তার করেছিল, যিনি উপসাগরীয় দেশগুলি থেকে যাত্রীদের দ্বারা পাচার করা সোনা গলাতেন। জানা যাচ্ছে, কালবাদেবীতে সোনা গলানোর সুবিধাগুলি ধর্মরাজ ভোঁসলে দ্বারা পরিচালিত হত।