BREAKING: দত্তপুকুরে গুদামঘরে সরকারি ছাপ দেওয়া বস্তা! জানে না পুলিশ?

দত্তপুকুরে গত রবিবার ঘটেছে ভয়ানক বিস্ফোরণের ঘটনা। তারপর থেকেই ক্রমাগত একের পর এক লুকোনো বাজি, বোমা খুঁজে পাওয়া যাচ্ছে। এবার পাওয়া গেল বস্তা বস্তা নিষিদ্ধ শব্দবাজি।

author-image
Anusmita Bhattacharya
New Update
duttapukur1

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দত্তপুকুরে এখনও রয়েছে বারুদে ঠাসা গুদামঘর। কোথাও চিনির কলের ছাপ দেওয়া বস্তা আবার কোথাও চটের ভেতর মজুত করা রয়েছে নিষিদ্ধ শব্দবাজি। একটি গুদামঘরের বস্তায় কর্নাটকের চিনিকলের ঠিকানা দেওয়া ছাপ। কিছু বস্তায় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ছাপ দেওয়া রয়েছে। কোথাও পাঞ্জাব সরকার আবার কোথাও বস্তার উপর ভারতীয় টি-বোর্ড- এর ছাপও রয়েছে। অর্থাৎ সরকারি ছাপ দেওয়া বস্তায় ভরে বাজি পাচার করার ছক তৈরি হচ্ছিল। এবার প্রশ্ন উঠছে একের পর এক এভাবে বাজির গুদামের কথা জানতই না পুলিশ? 

গত রবিবার এই দত্তপুকুরে ঘটে গেছে ভয়ানক দুর্ঘটনা। বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের পরে একের পর এক মানুষের মৃতদেহ বা দেহাংশ উদ্ধার হয়েছে। এবার বিস্ফোরণস্থল থেকে ১০-১৫ ফুট দূরত্বে পর পর দুটি গুদামঘর পাওয়া গেছে।

impact