পানাগড়ে রাস্তায় ইভটিজিংয়ের বলি মেয়ে! শোকস্তব্ধ মা

দিনকয়েক আগে হারিয়েছিলেন স্বামীকে। এবার হারালেন মেয়েকে। ব্যক্তিগত এক কাজে গয়া যাওয়ার পথে ইভটিজিংয়ের বলি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রা চট্টোপাধ্যায়।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
de

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ধাওয়া করে গাড়ির পিছনে একাধিকবার ধাক্কা।  ‘ম্যাডামের’ দিকে অশালীন ইঙ্গিত! পশ্চিম বর্ধমানের পানাগড়ে মত্ত যুবকদের দৌরাত্ম্যে কীভাবে মৃত্যু হল বছর সাতাশের তরুণীর (Panagarh Accident)? সহকর্মী ও গাড়ির চালকের জবানবন্দীতে হাড়হিম তথ্য। 

 এদিকে, মেয়েকে হারিয়ে শোকোস্তব্ধ মা। পানাগড় কাণ্ডে মৃতা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার। নাম সুতন্দ্রা চট্টোপাধ্যায়। বাড়ি চন্দননগরে। শোকে পাথর সুতন্দ্রার মা। দিনকয়েক আগেই মৃত্যু হয়েছে তাঁর স্বামীর। এবার হারালেন মেয়েকে। 

 এক আত্মীয়ের কথায়, কিছুদিন আগেই সুতান্দ্রার বাবা মারা গিয়েছেন। মেয়েকে নাচের অনুষ্ঠান করতে বাইরে যেতে হত। সঙ্গে থাক ওঁর সহকর্মীরা। এর আগেও বহুবার গেছে। ইদানীং মায়ের শারীরিক অসুস্থতার কারণে, অনেক শো কমিয়ে ফেলেছে। বাড়ির পরিস্থিতি টালমাটাল। এরই মধ্যে ফের খারাপ খবর। 

উল্লেখ্য সুতন্দ্রার ড্রাইভার জানায়, বুদবুদ পেট্রোল পাম্পে তেল ভরার পর থেকেই একটি গাড়ি
তাঁদের পেছনে পড়েছিল। ডান দিকের ইন্ডিকেটর দিয়ে বাঁদিকে যাচ্ছিল। কখনো আবার উল্টোটা করছিল। কখনো আবার এগিয়ে যাচ্ছিল। হাত দেখিয়ে সাইডও দিচ্ছিল। আমি তখন এগিয়ে যাই। সেই সময় ডানদিকের বাম্পারে মারে। প্রথমে খুবই ভয় পেয়ে যাই। সার্ভিস লেন ধরতে গেলে আবার ধাক্কা মারে। সেই সময় গাড়ির টায়ার বার্স্ট করে গাড়িটি উল্টে যায়। গাড়ির মধ্যে লক হয়ে যাই। নিরাপত্তার অভাব বোধ করছিলাম।'