জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা! জেল থেকে মুক্তি পেল এই গ্যাংস্টার-রাজনৈতিক নেতা

বিহারের প্রাক্তন সাংসদ তথা বাহুবলী নেতা আনন্দ মোহন জেল থেকে মুক্তি পেয়েছে। গোপালগঞ্জের ডিএম জি কৃষ্ণাইয়া হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বাহুবলী আনন্দ মোহনের মুক্তির পথ সুগম করেছে নীতীশ কুমার সরকার বলে অভিযোগ বিরোধীদের।

author-image
SWETA MITRA
New Update
nitish.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার জেল থেকে মুক্তি পেল কুখ্যাত গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা আনন্দ মোহন সিং (Anand Mohan Singh)। জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার বিহারের (Bihar) সাহারসা জেল থেকে আনন্দ মোহন সিং মুক্তি পেয়েছেন। আর এই খবর নিশ্চিত করেছেন এক জেল আধিকারিক। উল্লেখ্য, বিহার সরকার সম্প্রতি কারাবিধি সংশোধন করে আনন্দ মোহন সহ ২৭ জন দোষীকে মুক্তি দেওয়ার অনুমতি দিয়েছে। আনন্দ মোহন ১৯৯৪ সালে গোপালগঞ্জের তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট জি কৃষ্ণাইয়া হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিল।