রফতানির ওপর জারি হতে চলেছে নিষেধাজ্ঞা

রাশিয়াকে চাপে ফেলতে পথে নামলো ইউরোপীয় ইউনিয়ন । জি-৭ সম্মেলনে রাশিয়াকে নিয়ে আলোচনায় বসতে চলেছে বিশ্বের বহু দেশ ।

author-image
New Update
eu

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের ওপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন।  বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক কর্মকর্তা  বলেছেন, জাপানে জি-৭ নেতাদের বৈঠকে রাশিয়ার বিলিয়ন ডলারের হীরা রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা করা হবে।  কর্মকর্তা বলেন, "আমরা বিশ্বাস করি যে রাশিয়ার হীরা রফতানি সীমাবদ্ধ করা দরকার। এই জি-৭ রফতানি সীমাবদ্ধতা নিয়ে একটি চুক্তিও  স্বাক্ষর হবে। "