বারাসাতে মুদিখানার আড়ালে ভুয়ো পরিচয়পত্র কারবার, গ্রেফতার ১

বারাসাতে (Barasat) মুদিখানার চলত দেদার ভুয়ো পরিচয়পত্র বানানোর কারবার। রমরমিয়ে ব্যবসা বাড়ছিল পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ধৃত সমীর দাস। বারাসাতেই ছিল তাঁর পসার।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
INDIAN-PASSPORT

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: বারাসাতে (Barasat) মুদিখানার চলত দেদার ভুয়ো পরিচয়পত্র বানানোর কারবার। রমরমিয়ে ব্যবসা বাড়ছিল পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ধৃত সমীর দাস। বারাসাতেই ছিল তাঁর পসার। আড়ালে চলছিল ভুয়ো পরিচয়পত্র বানানোর কারবার (Passport Fraud)। 

স্থানীয় বাসিন্দাদের দাবি, বছর খানেক আগে মুদিখানা খোলেন সমীর। দোকানের একপাশে ছিল ফোটোকপির মেশিন। ফটোকপি ব্যবসা চলত রমরমিয়ে। সকাল-বিকেল দু'বেলা ভিড় থাকত দোকানে। সাধারণত বাঙাল ভাষায় কথা বলতেন সমীর। 

জাল পরিচয়পত্র বানানোর সঙ্গে সঙ্গে ফ্ল্যাট- বাড়িভাড়ার ব্যবস্থাও করে দিতেন তিনি। প্রশ্ন উঠছে, তবে কি বাংলাদেশিদের জন্য আস্তানারও ব্যবস্থা করে দিতেন সমীর?