বঙ্গ রাজনীতির আকাশে নক্ষত্রপতন, কলেজ জীবনেই রাজনীতিতে যোগদান বুদ্ধদেবের

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরেই ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন বুদ্ধবাবু।

author-image
Probha Rani Das
New Update
Buddhadev hj.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরেই ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন বুদ্ধবাবু। গতকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। ২০০০ সাল থেকে ২০১১ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। 

buddha wood.jpg

তিনি ১৯৪৪ সালের ১ মার্চ উত্তর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কবি সুকান্ত ভট্টাচার্যের ভাইপো ছিলেন। ১৯৬১ সালে শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। স্কুল জীবনে NCC-তে যোগদান করেন তিনি।

Buddhadeb-Bhattacharya

তিনি ১৯৬৪ সালে প্রেসিডেন্সি থেকে বাংলা নিয়ে সাম্মানিক স্নাতক পাশ করেন। কলেজ জীবন থেকেই তাঁর রাজনীতিতে পদার্পণ হয়। আজ পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।