স্ত্রী অসুস্থ, আদালতের দ্বারস্থ হয়ে কাতর আর্জি মণীশ সিসোদিয়ার

আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতির মামলায় অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। প্রশ্ন উঠছে, আদালত কি তাঁর আর্জি শুনবে?

author-image
SWETA MITRA
New Update
Manish

নিজস্ব সংবাদদাতাঃ ফের আদালতের দ্বারস্থ হলেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। বর্তমানে তিনি দিল্লিতে আবগারি নীতিকাণ্ডে দুর্নীতির অভিযোগে তিহাড় জেলে বন্দী রয়েছে। তবে এদিকে শোনা যাচ্ছে যে মণীশ সিসোদিয়ার স্ত্রী অসুস্থ। তাই তিনি স্ত্রীর স্বাস্থ্যের কারণ দেখিয়ে অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আজ বুধবার। শেষ পাওয়া খবর অনুযায়ী, আদালত এই বিষয়ে সিবিআইকে নোটিশ জারি করেছে। বিচারপতি দীনেশ কুমার শর্মার নেতৃত্বাধীন বেঞ্চ সিবিআইকে নোটিশ জারি করে বৃহস্পতিবারের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট দাখিল করতে বলেছে। উল্লেখ্য, আবগারী নীতিকাণ্ডে সিবিআই ও ইডি মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে। এরপরেই তিনি দুই মাসেরও বেশি সময় ধরে তিহাড় জেলে বন্দী রয়েছেন।