নিজস্ব সংবাদদাতা: ফের বিদেশ সফরে গেলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। জানা গেছে , ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর আগামী ১লা জুন থেকে ৬ই জুন দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া প্রজাতন্ত্র সফর করবেন। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, কেপটাউনে অনুষ্ঠিত ব্রিকসের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে তিনি ১লা থেকে ৩ই জুন দক্ষিণ আফ্রিকা সফর করবেন। বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি তিনি দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডোরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ব্রিকসের অন্যান্য পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য দেশের 'ফ্রেন্ডস অফ ব্রিকস' মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তিনি কেপটাউনে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মতবিনিময় করবেন।