নিজস্ব সংবাদদাতা : আতিক আহমেদের মৃত্যুর প্রসঙ্গ টেনে বীরভূমের সভা থেকে সুর চড়ালেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ''উত্তরপ্রদেশের মতো বাংলায় এনকাউন্টারে মেরে ফেলা হয় না।'' প্রসঙ্গত, তিহার জেলে গরু পাচার মামলায় বন্দি বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তার গড়ে সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার পাল্টা সভা করছে তৃণমূল। অনুব্রতর গড়ে কেন্দ্রীয় সরকারের জনবিরোধ নীতির প্রতিবাদে এই সভার দায়িত্ব ফিরহাদ হাকিমকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই যোগী রাজ্যে এনকাউন্টার নিয়ে এক হাত নিলেন তিনি।