নিজস্ব সংবাদদাতা: কসবায় অ্যাক্রপলিস মলে ভয়াবহ আগুন লেগেছে। অ্যাক্রপলিস মলের চতুর্থ তলায় এই আগুন লেগেছে। এর জেরে মলের আশেপাশের আকাশ কালো ধোঁয়ায় ভরে গেছে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/06/Large-image-fire-.jpg)
ইতিমধ্যেই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে।
/anm-bengali/media/post_attachments/a91c3fbae7c1b91ac92d3d92503351a60f1e9a34b7f522b9c464f6df2d7d38dc.jpeg?size=1200:675)
কী কারণে এই আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
/anm-bengali/media/post_attachments/ee7322e2b96da69d0b3d2fd4426f4f0c8f10e84ba8c68de7bfaabd83966a4a27.webp)