সারের কালোবাজারি, ইডির পরে এবার ইবির হানা রাজ্যে

লক্ষ লক্ষ টন সার অন্যত্র পাচার করা হচ্ছে বলে খবর পেয়েছে পুলিশ।

author-image
Adrita
New Update
গ

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে একের পর এক দুর্নীতি সামনে আসছে। এবার শীতের মরসুমে আলু চাষেও দেখা মিলল কালোবাজারির। জানা গিয়েছে, আলুর জমিতে দেওয়া সারের মধ্যে চলছে কালোবাজারি। সার নির্ধারিত মূল্যের থেকে বাজারে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ তুলেছেন হুগলী জেলার চাষিরা। এইসব অভিযোগ মেলার পর থেকেই তৎপর হয়ে অভিযানে নামে ইবি (EB)।

hiren

সূত্র মারফত জানা গিয়েছে, হুগলির সিঙ্গুরে একাধিক সারের দোকানে অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB)। সারের দাম নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে বিক্রি হচ্ছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি বেআইনি মজুত আছে কিনা তাও যাচাই করে দেখেন আধিকারিকরা। বিক্রেতাদের রেট চার্ট ঝুলিয়ে রাখার পরামর্শও দেওয়া হয়। 

hiring.jpg