নিজস্ব সংবাদদাতা: সম্পূর্ণ সংক্রমণমুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল থেকে বার করা হল তাঁকে। নিয়ে যাওয়া হচ্ছে বাড়ি। অক্সিজেন সাপোর্টের সাহায্যে নিয়ে যাওয়া হচ্ছে বাড়ি। অ্যাম্বুলেন্সে তোলা হল তাঁকে। হাসপাতালে তরফ থেকে একটা হোমকেয়ার সাপোর্ট পাঠানো হচ্ছে তাঁর সঙ্গে। হাসপাতালে ভর্তি হওয়ার ১২ দিন পর বাড়ি ফিরছেন বুদ্ধদেব ভট্টাচার্য। ক্রিটিকাল কেয়ারের যাবতীয় ব্যবস্থা করা হবে বাড়িতেই। একজন চিকিৎসক, একজন নার্স এবং একজন টেকনিক্যাল কর্মী সব সময় থাকবেন তাঁর সঙ্গে তাঁর বাড়িতে।