নিজস্ব সংবাদদাতা: রুশ সেনাবাহিনী লাগাতার ইউক্রেনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। তাই ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের কারণে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর কাছে ১১ দফা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে ব্রাসেলস।ইউরোপীয় কমিশনের মুখপাত্র এরিক মামার বলেন, এই নিষেধাজ্ঞার মধ্যে প্রথমেই রয়েছে রাশিয়াকে অস্ত্র সাহায্য করা যাবে না। শুধু তাই নয় , রুশ আগ্রাসনে ইউক্রেনের পাশে সবসময় থাকতে হবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোকে। তবে রাশিয়ার ওপর এই নিষেধাজ্ঞা কবে থেকে কার্যকর হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি।