নিজস্ব সংবাদদাতা: এবার আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত এক অভিনেতার সন্ধান পেল ইডি। অভিনেতার সঙ্গে ৪৪ লক্ষ টাকার লেনদেন। যদিও ওই অভিনেতা টাকা ফেরত দিয়েছেন, আদালতে এমনটাই জানাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। লিপ্স অ্যান্ড বাউন্ডসের সিইও ও ডিরেক্টরের সম্পত্তির রিপোর্ট পেশ। মামলায় জড়িত চলচ্চিত্র জগতের বাকিদেরও সম্পত্তির রিপোর্ট জমা দেওয়া হল। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট জমা করল গোয়েন্দা সংস্থা ইডি। 'গোটা ইন্ডাস্ট্রিতে মাত্র একজনের সন্ধান পেলেন? আর কেউ আর্থিক লেনদেনে যুক্ত নেই?', প্রশ্ন করলেন বিচারপতি অমৃত সিনহা।