নিয়োগ স্ক্যাম! ২৬ জন চাকরিপ্রার্থীর থেকে ১ কোটি ৪০ লক্ষ নেয় TMC নেতা

প্রথমে কুন্তল ঘোষ। আর ঠিক তার পরেই শান্তনু বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি চক্রে বলাগড়ের দুই যুব তৃণমূল নেতা গ্রেফতার হতেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছিল। এবার শান্তনুকে নিয়ে নতুন তথ্য পেলো গোয়েন্দা সংস্থা।

author-image
Anusmita Bhattacharya
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: অযোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগে কত টাকার লেনদেন হয়েছে? কোথায় কোথায় ছড়িয়ে চাকরি বিক্রির (Job Selling) নেটওয়ার্ক? সব জট আস্তে আস্তে খুলছে ইডি (ED)। নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) অভিযুক্ত তৃণমূল নেতা (TMC Leader) শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Santanu Banerjee) সঙ্গে আরও ২৬ জন চাকরিপ্রার্থীর আর্থিক লেনদেনের খোঁজ পেল ইডি। তাদের কাছ থেকে শান্তনুর কাছে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা  গিয়েছে বলে দাবি করছে ইডি। এছাড়াও ইডি জানতে পেরেছে যে শান্তনু দিনমজুরদের দিয়ে কাজ করিয়ে তাদের অজান্তে চেকবুকে সই করিয়ে টাকা নয়ছয় করত। লোটাস কনস্ট্রাকশন (Lotus Construction) নামক এক কোম্পানির অ্যাকাউন্টকে কালো টাকা সাদা করার জন্য ব্যবহার করা হত বলে দাবি করেছে ইডি।

ad.jpg