নীতিমালা ও নিয়মের গতি বজায় রাখবেন! আজকের দিনটি কেমন যাবে সিংহ রাশির?
সম্পর্ক আরও দৃঢ় হবে এই রাশি!র
"এবার যুদ্ধক্ষেত্রে দেখা করব"! মধ্যরাতে ভারতকে হুমকি দিয়ে গেল পাক প্রধানমন্ত্রী
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের তড়িঘড়ি বৈঠক রাজ্যগুলির মুখ্য সচিবদের সাথে!
৩০০০ ভারতীয় পতাকার মিছিল! হল ঘোষণা
ভারতীয় বাহিনীর দ্বারাই ভারতের গুরুদ্বারগুলিতে আক্রমণ? পাক হামলার মাঝেই বিস্ফোরক শিখ সম্প্রদায়
সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেই পাকিস্তান কারলো প্রাণ, এরপর এই দেশকে কি বলা যায়?
BREAKING: জম্মু ও কাশ্মীরের নাগরোটা সেনা ঘাঁটিতে সন্দেহজনক কার্যকলাপ! আজ রাতেই কি হবে বড় কিছু?
BREAKING: বাংলাদেশে নিষিদ্ধ হল আওয়ামী লীগ!

সন্ত্রাসের ছায়ায় পহেলগাঁও : পর্যটন শিল্পে ধস, জীবিকার সংকটে হাজারো পরিবার!

সন্ত্রাসের জেরে পহেলগাঁওয়ে থমকে গেছে জীবন। ক্ষতি হাজার কোটি টাকারও বেশি, স্থানীয়দের কণ্ঠে হতাশা আর আবেদন সরকারের প্রতি।

author-image
Debapriya Sarkar
New Update
Kashmir

নিজস্ব সংবাদদাতা : কাশ্মীরের পহেলগাম – একসময় যেখানে পর্যটকদের ভিড়ে জমজমাট থাকত, সেখানে এখন নেমে এসেছে স্তব্ধতা। সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকেই ভেঙে পড়েছে এই অঞ্চলের পর্যটন শিল্প। আতঙ্কে ভুগছেন পর্যটকরা, আর সেই সঙ্গে জীবিকা হারানোর আশঙ্কায় কাঁপছেন স্থানীয়রা।

Kashmir terrorists attacks

একজন অভিজ্ঞ শেফ, যিনি তিন দশক ধরে পহেলগামের এক হোটেলে কাজ করছেন, চোখে জল নিয়ে বললেন, "আমি ৩০ বছর ধরে এই হোটেলে রান্নার কাজ করছি। জীবনে এমন ভয়ংকর ঘটনা আগে দেখিনি। আমরা গরিব মানুষ, পুরো জীবনটাই চলে পর্যটকদের ওপর ভরসা করে। এখন পর্যটকই নেই, খাব কী, চলব কী বুঝতে পারছি না। আমার তেমন সম্পত্তিও নেই, যে বিক্রি করে পেট চালাবো।" তিনি আরও বলেন, "সরকারের কাছে আমার আবেদন, যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের যেন কঠোরতম শাস্তি দেওয়া হয়। সিজনটা দারুণ চলছিল, সব হোটেল ভর্তি ছিল। কিন্তু এখন যে ক্ষতি হবে, সেটা কয়েক কোটি নয়, হাজার কোটি টাকার বেশি।"

pahel

উল্লেখ্য, সম্প্রতি পহেলগাঁওয়ে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকেই পহেলগাঁওয়ের রাস্তা-ঘাট ফাঁকা, হোটেলগুলোতে নেই পর্যটকদের চেনা কোলাহল। ব্যবসায়ীরা বলছেন, শুধু হোটেল নয়, গাইড, হর্স রাইডার, দোকানদার — প্রত্যেকেই দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয়রা চাইছেন, সরকার দ্রুত হস্তক্ষেপ করুক। সন্ত্রাস দমন হোক, নিরাপত্তা জোরদার হোক, আর পহেলগামের সৌন্দর্যে আবার ফিরুক পর্যটকদের পদচারণা। এই ঘটনার প্রভাব যে কত গভীর, তা শুধু অর্থনীতির ক্ষতির দিক থেকে নয় — মানুষের মন ভেঙে যাওয়া, অনিশ্চয়তা আর আতঙ্কের দিক থেকেও পরিষ্কার বোঝা যাচ্ছে।