নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার থেকে গোয়ায় শুরু হচ্ছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলন। এই সম্মেলনের আগে এসসিও মহাসচিবের সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। বিদেশমন্ত্রী বলেন, 'মহাসচিব ঝাং মিংয়ের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই সম্মেলন মূলত বিভিন্ন দেশের ঐতিহ্য ,ক্ষমতায়ন, বিজ্ঞান ও প্রযুক্তি এর মূল ফোকাস ক্ষেত্র।' ইতিমধ্যেই এই সম্মেলনে যোগ দিতে ভারতের এসেছেন রাশিয়ার এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, গোয়ায় অনুষ্ঠিত এই সম্মেলনের দিকে তাকিয়ে আছে গোটা দেশ।