ফের অশান্ত মণিপুর, টহল দিচ্ছে সেনা, সিআরপিএফ

মণিপুরে অস্থিরতা বজায় রয়েছে। শনিবার মণিপুরের (Manipur) থৌবাল জেলার রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বিভিন্ন সংগঠনের হাজার হাজার মানুষ। একাধিক ইস্যুকে কেন্দ্র করে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

author-image
SWETA MITRA
New Update
crpf.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরে অস্থিরতা বজায় রয়েছে। শনিবার মণিপুরের (Manipur) থৌবাল জেলার রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বিভিন্ন সংগঠনের হাজার হাজার মানুষ। রাজ্যে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে। মিলছে না নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। এসবের কারণেই গতকাল থেকে নতুন করে অশান্ত হয়ে ওঠে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের বিক্ষোভের জেরে রাজ্যের একাধিক জায়গায় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। এমনকি রাস্তায় আটকে যায় বহু যানবাহন। এহেন পরিস্থিতিতে ফের একবার ময়দানে নামল সিআরপিএফ, ভারতীয় সেনা ও আসাম রাইফেলস।  আজ রবিবার এনএইচ ৩৭ দিয়ে ইম্ফল থেকে অত্যাবশ্যকীয় পণ্য বহনকারী যানবাহনগুলির সুরক্ষা নিশ্চিত করার জন্য কাজ করছে এই তিন বাহিনী ।