হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুর ইস্পাত কারখানার তৃণমূল ঠিকা শ্রমিক সংগঠনের প্রাক্তন কার্যকরী সভাপতি শেখ শাহাবুদ্দিন এবং তার অনুগামী শেখ শামসুদ্দিনকে মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ দুর্গাপুর ইস্পাত কারখানা তৃণমূল ঠিকা শ্রমিক সংগঠনের বর্তমান সম্পাদক শেখ গোলাম রসুল এবং তার অনুগামীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানার মূল প্রবেশদ্বারের সামনে। পরিস্থিতির সামাল দেয় দুর্গাপুর থানার পুলিশ। দুর্গাপুর ইস্পাত কারখানা তৃণমূল ঠিকা শ্রমিক সংগঠনের প্রাক্তন কার্যকারী সভাপতি শেখ শাহাবুদ্দিনের অনুগামী শেখ শামসুদ্দীনকে আহত অবস্থায় ভর্তি করা হয় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। আহত শেখ শামসুদ্দিনের অভিযোগ, তিনি যখন কারখানায় কাজে যাচ্ছিলেন তখনই গোলাম রসুল সহ তার অনুগামীরা মারধর করে, মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং ভাঙচুর করা হয় গাড়ি।
সম্প্রতি তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শেখ শাহাবুদ্দিন সহ দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক সংগঠনের ৭ নেতাকে বহিষ্কার করে। তারপর থেকে শুরু হয় দুর্গাপুর ইস্পাত কারখানা তৃণমূল ঠিকা শ্রমিক সংগঠনের নব্য নেতৃত্বের সাথে দ্বন্দ্ব। আজই রয়েছে ঋতব্রত ব্যানার্জির উপস্থিতিতে দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের সামনে জনসভা। তারই মধ্যে এই ঘটনা। যদিও ভিত্তিহীন অভিযোগ তুলে পাল্টা অভিযোগ তুলেছে দুর্গাপুর ইস্পাত কারখানা তৃণমূল ঠিকা শ্রমিক সংগঠনের সম্পাদক শেখ গোলাম রসূল। তার দাবি, এরকম কোন ঘটনাই ঘটেনি দুর্গাপুর ইস্পাত কারখানা চত্বরে। ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে তাদের নামে।