জল যন্ত্রণায় বাড়ছে পেটের রোগ, মুখ্যমন্ত্রী ব্যস্ত ভোটব্যাঙ্ক মজবুত করতে!

লাগাতার বেশ কিছু সময় ধরে অভিযোগ উঠছে, দেগঙ্গা ব্লকের ৫০ শতাংশ বাড়িতে এখনও পরিশ্রুত পানীয় জল পৌঁছয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোট এলে জল নিয়ে অনেক প্রতিশ্রুতি মেলে। ভোট হয়ে গেলে আর কাজ এগোয় না।

author-image
SWETA MITRA
New Update
wayer.jpg

নিজস্ব সংবাদদাতাঃ গ্রীষ্মকাল আসতেই শহর থেকে গ্রাম, সর্বত্র পানীয় জলের সংকট দেখা গিয়েছে। অন্যান্য জায়গার পাশাপাশি দেগঙ্গাতেও প্রবল হয়েছে জলের সংকট (Water Crisis)। অভিযোগ, উপযুক্ত পানীয় জল না মেলায় বাধ্য হয়ে পুকুরের জল খেতে হচ্ছে সেখানকার মানুষকে। আর এর জেরে বহু মানুষের পেটের রোগ দেখা দিয়েছে। এবার এই ইস্যুতে সুর চড়ালেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী (Locket Chatterjee)। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে নিশানা করে বিজেপির সাংসদ আজ বুধবার এক টুইট বার্তায় বলেন, 'গ্রীষ্মের দাবদাহে বিশুদ্ধ পানীয় জল টুকুও মেলে না ভোটের পর। বাধ্য হয়ে পুকুরের জল খেয়ে একাধিক মানুষের পেটের রোগ দেখা গেছে দেগঙ্গায়। জল যন্ত্রণায় ভুগছে রাজ্যের মানুষ, এদিকে মাননীয়া ব্যস্ত ভোটব্যাঙ্ক মজবুত করতে।'