নিজস্ব সংবাদদাতাঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'মোচা' (Mocha) নিয়ে তৎপর প্রশাসন। এই ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে ইতিমধ্যে প্রস্তুতি পর্যালোচনা করছে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লক দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (IMD) জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোচা ১২ মে শুক্রবারের মধ্যে অতি প্রবল ঝড়ে পরিণত হতে পারে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ঘূর্ণিঝড়টি ৯ মে নিম্নচাপে পরিণত হতে পারে এবং ১০ মে ঘূর্ণিঝড় মোচায় পরিণত হতে পারে বলে খবর। আগামী ১৪-১৫ মে নাগাদ ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও মিয়ানমার উপকূলের দিকে অগ্রসর হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমবঙ্গে মেঘলা আকাশের দেখা দিতে পারে। সেইসঙ্গে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।