ঘূর্ণিঝড় 'মোচা'! সব লণ্ডভণ্ড হয়ে গেল

দেশের বিস্তীর্ণ অংশে বৃষ্টি হচ্ছে। এখন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে হচ্ছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এই ঘূর্ণিঝড় দেশের আবহাওয়াকে প্রভাবিত করবে। এই ঘূর্ণিঝড়ের নাম 'মোচা'।

author-image
SWETA MITRA
New Update
andamans.jpg

 

নিজস্ব সংবাদদাতাঃ আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হল আন্দামান ও নিকোবরে। কার্যত সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে বলে খবর। এমনকি ঝড় ও বৃষ্টির তীব্রতা দেখে আবহাওয়া দফতরের তরফে লাল সতর্কতা জারি করা হল আন্দামান ও নিকোবরে। এদিকে আপত্তিকর পরিস্থিতি এড়াতে 'মোচা' (Mocha) নিয়ে তৎপর হয়ে উঠেছে বাংলা ও ওড়িশার সরকার। ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনার সত্যব্রত সাহু জানিয়েছেন, রাজ্য সরকার ইতিমধ্যেই ১৮টি উপকূলীয় ও সংলগ্ন জেলার জেলা ম্যাজিস্ট্রেট এবং ১১টি বিভাগের আধিকারিকদের সতর্ক করে দিয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে নবান্নের তরফে ঘূর্ণিঝড় মোচা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি লালবাজারে কন্ট্রোল রুম খোলা হয়েছে।