ভয়ঙ্কর ঝড়-বৃষ্টি শুরু, বজ্রপাতে মৃত্যু ১২ জনের

রবিবার সকাল থেকে কড়া রোদের দেখা মিললেও বেলা বাড়তেই ভোল বদলালো আবহাওয়া। ভ্যাপসা গরম নিমেষেই উধাও। বদলে ঠান্ডা হাওয়ায় জুড়োচ্ছে মন-প্রাণ। নেমে এল সন্ধে।

author-image
SWETA MITRA
New Update
lightning.jpg

নিজস্ব সংবাদদাতাঃ রবিবার দুপুর থেকেই পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় শুরু হয়েছে ঝড়-বৃষ্টি (Heavy Rainfall)। বইছে দমকা হাওয়াও। এরই মাঝে ভয়ঙ্কর বজ্রপাতের (Lightning) কারণে মৃত্যু হল ১২ জনের। জানা গিয়েছে, পূর্ব বর্ধমানে বজ্রপাতের কারণে মৃত্যু হয়েছে ১২ জনের। এছাড়া আহত হয়েছেন ৫ জন। আবহাওয়া দফতর বারবার সতর্ক করছে যে বজ্রপাত চলাকালীন খোলা মাঠে না থাকতে। সেইসঙ্গে বাড়িতে থাকারই পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। 

রবিবার বিকেলে রাজ্যের আবহাওয়া দফতরের পক্ষ থেকে জারি করা হয়েছে একটি বিজ্ঞপ্তি। সেখানে দক্ষিণবঙ্গের জন্য কমলা বিপদ সংকেত জারি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গে হলুদ বিপদ সংকেত জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ১ মে এবং ২ মে উত্তরবঙ্গে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া।