নিজস্ব সংবাদদাতা: যাদবপুরের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর পর এবার স্ক্যানারে আরো এক ছাত্র নেতা অরিত্র মজুমদার। দাবি ওঠে যে ঘটনার পর পালিয়ে গেছেন অরিত্র। 'আমি কোথাও পালিয়ে যাইনি', পাল্টা দাবি এই ডিএসএফ ছাত্র নেতার। 'ঘটনার সময়ে যাদবপুরেই ছিলাম না, কাশ্মীরে ছিলাম', জানিয়েছেন নিজের ফেসবুক পোস্টে। বিমানের টিকিটের ছবিও পোস্ট করেছেন তিনি। সংগঠনের পদ থেকেও ইস্তফা দিয়েছেন বলে দাবি করেন ওই ছাত্রনেতা। যে বিমানের কথা বলেছে অরিত্র সেই বিমান বাতিল ছিল, পাল্টা দাবি এসএফআইয়ের। শ্রীনগর যাবার পরের দিন কীভাবে রেজিস্ট্রারে সই নেতার? প্রশ্ন এসএফআইয়ের। Ragging কাণ্ডে কীভাবে জড়িত, ক্যাম্পাসে কেন গরহাজির? এবার এই প্রভাবশালী ছাত্র নেতাকে কাল সকাল ১১.৩০টায় তলব করল অভ্যন্তরীণ তদন্ত কমিটি।