নিয়োগ দুর্নীতি নিয়ে সি বি আই এর রিপোর্টে দিব্যেন্দু অধিকারী ও ভারতী ঘোষের নাম

তৃণমূলের বহু লোকই এই কাণ্ডটা করেছে কেন তৃণমূলের উপর মহল থেকে বলেছিল আমরা চাকরি বিক্রি করছি। যারা কিনতে চাও তারা নাম পাঠাও। তারা হয়ত করেছে।

author-image
Jaita Chowdhury
New Update
CBI pic.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা:  নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে সিবিআই-এর রিপোর্টে দিব্যেন্দু অধিকারী ও ভারতী ঘোষের নাম। এই নিয়ে তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি বলেন, তারা সুপারিশ করেছিলেন যখন তারা তৃণমূলে ছিলেন। তৃণমূলের বহু লোকই এই কাণ্ডটা করেছে কেন তৃণমূলের উপর মহল থেকে বলেছিল আমরা চাকরি বিক্রি করছি। যারা কিনতে চাও তারা নাম পাঠাও। তারা হয়ত করেছে। হলদিয়ায় ভারতীয় মজদুর সংঘের অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন অভিজিৎ গাঙ্গুলি।