নিজস্ব সংবাদদাতাঃ হিংসায় জর্জরিত হয়ে পড়েছে উত্তর-পূর্ব ভারতের মণিপুর (Manipur) রাজ্য। এলাকার পর এলাকা এখনও থমথমে হয়ে রয়েছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফ্ল্যাগ মার্চ চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। এরই মাঝে মণিপুরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মুখ খুললেল রাজ্যের ডিজিপি পি ডুঙ্গেল। তাঁর ভিডিও বার্তা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। তিনি আজ শনিবার বলেন, "নিরাপত্তা বাহিনীর কারণে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং আমরা কঠোর আদেশ পেয়েছি যে যারা হিংসার মতো পরিস্থিতি তৈরি করবে তাদের যেন রেয়াত না করা হয়। হিংসা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব আমরা।''
ডিজিপি পি ডুঙ্গেল পুলিশের লুট করা অস্ত্র ও গোলাবারুদ ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীদের। তিনি জানান, "আমাদের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে এবং আমরা জড়িত ব্যক্তিদের চিনি। আমরা আগামী কয়েকদিনের মধ্যে অস্ত্র ফিরিয়ে দেওয়ার আবেদন জানাচ্ছি, অন্যথায় আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব।" তিনি জানান, 'সরকার শ্যুট অ্যাট সাইটের অর্ডার দিয়েছে। ফলে বিক্ষোভ না দেখিয়ে বাড়িতে থাকুন সকলে।'
গত বৃহস্পতিবার বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেওয়ার পর বেশ কয়েকটি এলাকায় বাড়িঘর, স্কুল, গির্জা এবং যানবাহনসহ বেশ কয়েকটি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।গত ৩ মে অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুরের (এটিএসইউএম) একটি সমাবেশকে ঘিরে রাজ্যের পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। শুক্রবার ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা প্রায় ১৩ হাজার বেসামরিক নাগরিককে উদ্ধার করেছে, যারা সামরিক চৌকি বা অন্যান্য স্থানে আশ্রয় নিয়েছে। চুড়াচাঁদপুর, কংপোকপি, মোরেহ ও কাকচিংয়ের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।