নিজস্ব সংবাদদাতা: আজ শিবরাত্রি (Maha Shivratri 2025)। মহা সমারোহে শিবপুজোর আয়োজন। সেই উপলক্ষে সকাল থেকেই পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন শিবালা বাগ ভাইয়া মন্দিরে। এদিন রাতভর খোলা থাকবে মন্দির। চতুর্দশীর তিথি ধরে বিশেষ পুজো অর্চনা হবে তারকেশ্বর মন্দিরে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক পুলিশ প্রশাসন।