নিজস্ব সংবাদদাতা: সাতসকালে ভয়াবহ আগুন সন্তোষপুর স্টেশনে। বজবজ-শিয়ালদা শাখার সন্তোষপুর রেল স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে বিধ্বংসী আগুন! ঘটনায় সন্তোষপুর রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের উপরে বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত। রবিবার সকালের দুর্ঘটনায় চাঞ্চল্য এলাকায় ৷ স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে খবর দেয় দমকল এবং রবীন্দ্রনগর থানায়। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন এবং রবীন্দ্রনগর থানার পুলিশ।
পরপর দোকানগুলিতে আগুন লাগায় মুহূর্তে ভয়ানক আকার নেয়। আগুন ধরার ঘটনায় ব্যাহত হয় ট্রেন চলাচল। স্থানীয় বাসিন্দারা জানান, ১৫-২০টি দোকান পুড়ে গিয়েছে। প্ল্যাটফর্মের উপরে একটি চায়ের দোকান থেকে আগুন ছড়ায় বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের।
/anm-bengali/media/media_files/2024/12/18/W9CSQb9JlXZSYnMKJkKG.png)