নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : ডেবরায় রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় বাঁশ ফেলে বিক্ষোভ এলাকাবাসীর। ফান্ড নেই। ফান্ড আসলেই কাজ হবে বলে আশ্বাস পূর্ত কর্মাধ্যক্ষ অলোক আচার্যর। কয়েক বছর ধরে রাস্তার বেহাল দশা। বর্ষা আসলেই সমস্যা আরো চরম জায়গায় পৌঁছায়। তাই রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় বাঁশ ফেলে অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর (West Medinipur) জেলার ডেবরা (Debra) ব্লকের ৪ নং খানামোহান অঞ্চলের দিগবারাসতী এলাকার। কয়েক ঘন্টা ধরে অবরোধ চলার পর পুলিশ প্রশাসনের অনুরোধে উঠলো অবরোধ। এলাকাবাসীদের অভিযোগ, এলাকার নেতাদের বাড়ি যাওয়ার রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু যেখানে প্রয়োজন সেখানে হচ্ছে না। অপরদিকে, ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অলোক আচার্য জানান যে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পে ১২০০০ কিমি রাস্তার তৈরির কাজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছেন। তার মধ্যে ডেবরাতেও বেশ কয়েকটি রাস্তা আছে। তাই সেগুলির কাজ শুরু হবে। তিনি এলাকাবাসীদের অনুরোধ করেছেন বিক্ষোভ তুলে নেওয়ার জন্য। দ্রুত ফান্ড আসলে ওই রাস্তা সংস্কারের কাজ করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।