২ জুন! শেষ রক্ষাও হল না মণীশ সিসোদিয়ার

আবগারী নীতি মামলায় বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পরে মণীশ সিসোদিয়াকে রাউজ অ্যাভিনিউ আদালতে হাজির করা হয়েছিল। শুনানি শেষে আদালত তার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ায়।

author-image
SWETA MITRA
New Update
manis.jpg

 

নিজস্ব সংবাদদাতাঃ আবারও জামিন পেলেন না আম আদমি পার্টির সদস্য ও দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। আবগারি নীতি মামলায় আজ শুক্রবার মণীশ সিসোদিয়াকে আদালতে হাজির করা হয়। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ ২ জুন পর্যন্ত বাড়িয়েছে রাউজ অ্যাভিনিউ আদালত। যার ফলে মণীশ সিসোদিয়াকে তিহাড় জেলেই থাকতে হবে।  

এ সময় মণীশ সিসোদিয়া দিল্লি সরকার ও কেন্দ্রের মধ্যে চলমান বিরোধ নিয়ে একদিন আগে সুপ্রিম কোর্টের রায় নিয়েও প্রতিক্রিয়া জানান।