নিজস্ব সংবাদদাতা : আসানসোল আদালতে ফেরার রাস্তা বন্ধ গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট খারিজ করে দিল অনুব্রতর আসানসোল জেলে স্থানান্তরের আর্জি । আদালতের কাছে মামলা স্থানান্তরের আবেদন ভিত্তিহীন বলে জানানো হয়েছে। ফলে তিহারই এখন একমাত্র ঠিকানা কেষ্টর। আদালতে অনুব্রতর মামলা স্থানান্তরের বিরোধীতা করে ইডি।
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)