নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি এবং মোদী সরকারকে নিশানা করে ফের বিস্ফোরক টুইট করেছেন তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য।
দেবাংশু বলেছেন, “বিজেপি ও তাদের সহযোগীরা সরকারের ছদ্মবেশে একটি অপরাধী সিন্ডিকেট।
হাথরাসে ভয়াবহ পদপিষ্ট হয়ে ১২৩ জনের মৃত্যুর পর বিহারের জেহানাবাদে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটল, যেখানে ৭ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল।তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিটি রাজ্য কবরস্থানে পরিণত হয়।”
BJP & their allies are a CRIMINAL SYNDICATE masquerading as Govt.!
After the horrific stampede in Hathras that claimed 123 lives, another tragedy unfolded in Bihar's Jehanabad, where 7 devotees died.