ভয়াবহ বন্যা! হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা

কঙ্গোতে ভয়াবহ বন্যা । এই বন্যার জেরে হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা ।

author-image
New Update
cango

নিজস্ব সংবাদদাতা: মধ্য আফ্রিকার কঙ্গোতে ভয়াবহ বন্যা।  কঙ্গোর প্রাদেশিক গভর্নর থিও নগওয়াবিডজে কাসি সোমবার বলেছেন, এই বন্যার জেরে প্রায় ৪০১জন প্রাণ হারিয়েছেন। এখনও পর্যন্ত বহু বাসিন্দা নিখোঁজ রয়েছেন। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকার্য।  প্রশাসনের তরফ থেকে বন্যা কবলিত এলাকায় ত্রাণ দেওয়ার কাজ  শুরু করেছে।