নিজস্ব সংবাদদাতা : ২০১৪ সালের টেট পরীক্ষায় ভুল প্রশ্নের মামলায় রায়দান কলকাতা হাইকোর্টের। যে ৬টি ভুল প্রশ্ন ছিল তা অ্যাটেন্ড করলেই মিলবে উত্তর। স্পষ্ট জানিয়ে দিল আদালত। ২০১৮ সালে উক্ত মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে শুধুমাত্র মামলাকারীরাই ৬ টি ভুল প্রশ্ন অ্যাটেন্ড করলে সম্পূর্ণ নম্বর পাবেন। কিন্তু বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন কেবল মামলাকারীরা নন, যারা উত্তর লেখার চেষ্টা করেছেন তারা সকলেই নম্বর পাবেন।