শীতল পাতাল! দাবদাহে স্বস্তি মেট্রো যাত্রীদের

নর্থ-সাউথ এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোর সবকটি রেক শীততাপ নিয়ন্ত্রিত। স্টেশনগুলিও রাখা হয়েছে ঠান্ডা।নর্থ-সাউথ লাইনে ২৬টি এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোয় আটটি স্টেশনে মোট ৬০টি এসি প্লান্ট কাজ করছে।

author-image
Pallabi Sanyal
New Update
kolkata metro

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা : ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা। বইছে লু। চাঁদিফাটা রোদে বাস-ট্রাম-ট্রেনে যাত্রা কষ্টকর। সেদিক থেকে স্বস্তি মেট্রো যাত্রীদের। কারণ পাতালে বইছে ঠান্ডা ঠান্ডা কুল কুল হাওয়া। নর্থ-সাউথ এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোর সবকটি রেক শীততাপ নিয়ন্ত্রিত। স্টেশনগুলিও রাখা হয়েছে ঠান্ডা। কলকাতা মেট্রো সূত্রে খবর, নর্থ-সাউথ লাইনে ২৬টি এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোয় আটটি স্টেশনে মোট ৬০টি এসি প্লান্ট কাজ করছে। এর মধ্যে নর্থ-সাউথ স্টেশনে ৩১টি এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ২৯টি কুলিং টাওয়ার ব্যবহার করা হচ্ছে। ফলে পাতালে তাপমাত্রা ঘোরাফেরা করছে ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তাপমাত্রা এর উপরে উঠলেও স্ট্যান্ড বাই কুলিং টাওয়ারগুলো তাপমাত্রা ফের নামিয়ে আনছে।